বিমান দেরি হওয়ার ঘোষণা শুনে মেজাজ হারালেন এক যাত্রী। তিনি সোজা উঠে যান বিমানচালকের সামনে। বিমানের ভেতরে পাইলটকে সটান ঘুষি মেরে দিলেন ওই যাত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে বিমানের মধ্যে ব্যাপক গোলমাল হয়। যার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ইন্ডিগোর বিমানের ভেতর যাত্রীদের সামনে মাইক হাতে কিছু ঘোষণা করছিলেন পাইলট। তার পাশে দু’জন বিমানসেবিকাও ছিলেন। আচমকা পেছন দিক থেকে পাইলটের দিকে তেড়ে যান এক যাত্রী। ভিডিওতে তার মুখ দেখা যায়নি। পরনে ছিল হলুদ রঙের জ্যাকেট। তিনি পাইলটকে ঘুষি মারেন।
0 Comments